টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় চমক দেখিয়েছে ভারত। পাশাপাশি অনাকাঙ্ক্ষিতভাবে একাধিক তারকার বাদ পড়ার নজিরও দেখা গেছে। যা নিয়ে স্কোয়াড ঘোষণার পরপরই আলোচনা-সমালোচনা শুরু হয়। এবার বিসিসিআইয়ের বিরুদ্ধে বেশ বড় অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার দাবি– ভারতের বিশ্বকাপ দলে স্বজনপ্রীতি হয়েছে!
বিশেষ করে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া রুতুরাজ গায়কোয়াড়ের বাদ পড়া এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকে দলে রাখার (ট্রাভেলিং রিজার্ভ) বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মতামত জানিয়েছেন শ্রীকান্ত।
ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স গ্রাফ থাকা রিঙ্কু সিংয়েরও। বিষয়টিকে ‘রাবিশ সিলেকশন’ বলে উল্লেখ করেছেন শ্রীকান্ত। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে রিঙ্কুর আগ্রাসী ব্যাটিংয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সাবেক এই ভারতীয় ক্রিকেটারের দাবি— দলে জায়গা পাওয়ার জন্য যোগ্যদের বাদ দিয়ে, নিজেদের তুষ্ট রাখতে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা!
ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ ক্রিকেটার : শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।