ভারতের বিশেষ সুবিধা নিয়ে যা বলছেন কিউই অলরাউন্ডার

0

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জলঘোলা হয়েছে প্রচুর। ভারতের বিপক্ষে যেন এক হয়ে দাঁড়িয়েছে পুরো ক্রিকেট দুনিয়া। প্যাট কামিন্স থেকে শুরু করে সাবেক তারকা নাসের হুসাইন বা মাইক আথারটনরাও সরব ভারতের বিপক্ষে। পাকিস্তানের বদলে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে বাড়তি সুবিধা আদায় করছে টিম ইন্ডিয়া– এমনই অভিযোগ তাদের। 

ক্রিকেট দুনিয়ার ভাষ্য, আসরের বাকি দলগুলোকে যখন ভ্রমণ ক্লান্তি এবং ভিন্ন ভিন্ন কন্ডিশন নিয়ে ভাবতে হচ্ছে, ভারত তখন এসব থেকে পুরোপুরি মুক্ত। 

যদিও এসব বিষয়ে মাথা ঘামাতে নারাজ নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাসি ভ্যান ডার ডুসেন মন্তব্য করেছিলেন, ‘ভারত বাড়তি সুবিধা পাচ্ছে এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হবে না।’ কিন্তু একই প্রসঙ্গে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের বক্তব্য, ‘এসব ব্যাপারে আমাদের কোনো প্রকার ভাবনা নেই।’ 

ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কিউই তারকা ফিলিপস বলেন, ‘অবশ্যই একটা টুর্নামেন্টের ড্র যেমন হয়েছে তেমনই। একটা টুর্নামেন্টে আসার আগে আমাদের মাঝে অজুহাত দেয়ার কোনো মানসিকতা থাকে না। আমরা কখনোই কী পেয়েছি তা নিয়ে অভিযোগ করব না। যা পেয়েছি তা দিয়েই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করে যাব আমরা।’

ভারতের বিপক্ষে নিজেদের আলাদা পরিকল্পনা রয়েছে সে কথাও জানিয়েছেন গ্লেন ফিলিপস, ‘ভারতের বিপক্ষে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তারা খুবই শক্তিশালী দল। তাদের সব ক্ষেত্রেই ভালো খেলোয়াড় আছে। আমাদের দিক থেকে বলতে গেলে, কেবল পিচের ওপর নির্ভর করা আর সাম্প্রতিক সাফল্যগুলো ধরে রাখা।’ 

দুবাইয়ের স্লো পিচে ভারতের স্পিনারদের শক্তিমত্তার বিপরীতে নিজেদের স্পিন অলরাউন্ডারদের দাঁড় করানোর কথাও শোনা গিয়েছে ফিলিপসের কাছ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here