এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহামিদুল ইসলামকে ডাকা হয়েছিল। সৌদি আরবের তায়েফে সেই প্রস্তুতি ক্যাম্পে ভালো পারফরম্যান্স দেখালেও কোচের মন জয় করতে না পারায় শেষ পর্যন্ত ২৩ সদস্যের দলে জায়গা হচ্ছে না ফাহামিদুলের। তাই দলের বাকি সদস্যের সঙ্গে বাংলাদেশে না এসে ইতালিতে ফিরে গেছেন এই ১৮ বছর বয়সী ফুটবলার। কিন্তু দেশের ফুটবল সমর্থকদের দাবি, সিন্ডিকেটের কারণে দল থেকে বাদ পড়েছেন ইতালির চতুর্থ বিভাগের লিগে খেলা এই ফুটবলার। ফাহামিদুলকে দলে ফেরানোর দাবিতে রীতিমতো আন্দোলনে নেমেছেন তারা।
ফাহামিদুলকে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দেখতে চান দেশের ফুটবল সমর্থকরা। কিন্তু ফাহামিদুল প্রতিভাবান হলেও এখনোই জাতীয় দলে খেলার উপযুক্ত নন বলে মনে করেন কোচ হাভিয়ের কাবরেরা। মূলত এ কারণেই ভারতের বিপক্ষে দলে রাখা হয়নি তাকে।
কোচের এই যুক্তি মানতে পারেননি সমর্থকরা। ফাহামিদুলকে দলে ফেরাতে বাফুফের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এমনকি এ ইস্যুর সুরাহা করতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেই বৈঠকের পর ফাহামিদুল ইস্যুতে ফুটবল ফেডারেশনের নেওয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে ফাহমিদুলকে এখনোই যুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন তাবিথ। অর্থাৎ আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকছেন না ইতালিয়ান ক্লাবে খেলা এই ফরোয়ার্ড।