ভারতের প্রেক্ষাগৃহে ‘মানুষ’, থাকছেন না মিম

0

ভারতের পশ্চিমবঙ্গের শতাধিক হলে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমা ‘মানুষ’। সিনেমার মুক্তি উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন তিনি। 

সিনেমাটিতে প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ। তার সঙ্গে জুটি বেঁধেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও এতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। তবে তার সিনেমা মুক্তি পেলেও এদিন তিনি থাকছেন না কলকাতায়। 

‘মানুষ’ ছবিতে মিমকে দেখা যাবে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। যিনি জিতের বিভিন্ন কর্মকাণ্ডের হেতু খুঁজতে মরিয়া। চরিত্রটিতে অভিনয় করার আগে মিম ভারতের পুলিশ সম্পর্কে জানাশোনা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের পুলিশ আর ভারতের পুুলিশের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। আমি বাংলাদেশের পুলিশ সম্পর্কে জানি, কিন্তু ভারতের পুলিশ সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলাম। সঞ্জয় সমদ্দার দাদা আমাকে এ বিষয়ে বেশ সাহায্য করেছেন।’

মিম এর আগে যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’, ‘সুলতান—দ্য সেভিয়ার’ এবং টালিগঞ্জের ‘ইয়েতি অভিযান’ সিনেমায় অভিনয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here