ভারতের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে চীনের একটি জাহাজকে নোঙর করার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি সোমবার এ কথা জানিয়েছেন।
আলি সাবরি বলেছেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আছে। এ জন্য ভারতসহ অনেক বন্ধুদের সঙ্গে শ্রীলঙ্কাকে পরামর্শ করতে হয়। এ জন্য কিছু সময় ধরে আলোচনা চলছে। দীর্ঘ সময় ধরে ভারত তার উদ্বেগের কথা জানিয়ে আসছে। তাই আমরা এসওপির অধীনে অবস্থান নিচ্ছি।
যদি জাহাজটি এসওপি মেনে চলে তাহলে তাকে নোঙর করতে দিতে কোনো সমস্যা নেই। যদি তারা এটা না মানে, তাহলে আমাদের সমস্যা আছে। সূত্র: ডেইলি মিরর এলকে, এনডিটিভি