ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া। শুক্রবার (১৯ ডিসেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে তিনি এই কীর্তি গড়েন।
এদিন মাত্র ১৬ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন হার্দিক। ইনিংসের ১৭তম ওভারে করবিন বশের বলে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে তিনি পঞ্চাশে পৌঁছান। হার্দিকের ঝড়ো ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে নিজের প্রথম বলেই লং-অফ দিয়ে ছক্কা মারেন হার্দিক। পরের ওভারে স্পিনার জর্জ লিন্ডের ওপর চড়াও হয়ে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। এরপর বশের ওভারে একটি ছক্কা ও একটি চার মারার পর আরেকটি ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন হার্দিক। তার ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়েছে সূর্যকুমার যাদবরা।
ভারতের হয়ে হার্দিকের চেয়েও কম বলে টি-টোয়েন্টিতে অর্ধশতক করার একমাত্র ব্যাটার হলেন যুবরাজ সিং। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ফিফটি করেছিলেন যুবরাজ। সেই ম্যাচেই স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা মেরে ইতিহাস গড়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতক
যুবরাজ সিং – ১২ বল – ভারত বনাম ইংল্যান্ড – ২০০৭
হার্দিক পান্ডিয়া – ১৬ বল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ২০২৫
অভিষেক শর্মা – ১৭ বল – ভারত বনাম ইংল্যান্ড – ২০২৫
কেএল রাহুল – ১৮ বল – ভারত বনাম স্কটল্যান্ড – ২০২১
সূর্যকুমার যাদব – ১৮ বল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ২০২২

