ভারতের কোচবিহারে ক্ষিতীশ চন্দ্র রায় স্মৃতি নকআউট প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের মেয়েরা টাইব্রেকারে ৫-৪ গোলে ভারতের দক্ষিণ দিনাজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় প্রথম ১১ মিনিটে ১ গোল করে এগিয়ে যায় ভারত। গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। খেলার ৫৮ মিনিটে রেখার ১ মাত্র গোলে ম্যাচে ফিরে পায় বাংলাদেশ। পরে আর গোল না হওয়ায় টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হয়।
টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রথমবার অংশ নেওয়া রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। ফাইনালে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় বাংলাদেশের গোলকিপার শাম্মি। সেরা ডিফেন্ডার বাংলাদেশ দলের রেখা আক্তার, সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশ দলের সুলতানা আক্তার।
ফাইনালে জয়ের মাধ্যমে শিরোপা নিশ্চিত করেছেন কোচ মিসকিন ও সহকারী কোচ মিলন মিয়া। ক্লাব হিসেবে খেলতে আসলেও এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র দল হিসেবে খেলছে রংপুরের সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব।
সহকারী কোচ মিলন মিয়া বলেন, সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের মেয়েরা দেশের মান রক্ষা করেছে। তারা ফাইনালে বিজয়ী হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে।