ভারতের তিন স্পিনার থাকলেও ভয় নেই, প্যাট কামিন্সের হুঁশিয়ারি

0

ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে স্বাগতিক ভারতের। আজ রবিবার শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে রোহিত শর্মার দল। অনেকে মনে করছেন বাইশ গজে তিন স্পিনারকে নামিয়ে দিলেই ভারতের জয় সম্ভব। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও তিন সেরা স্পিনারকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন।

তবে এসব কিছুকে পাত্তা দিচ্ছেন না প্যাট কামিন্স। বিশ্বকাপ অভিযান শুরু করার আগে ভারতকে হুঁশিয়ারি দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তার এমন আত্মবিশ্বাসী মন্তব্যের নেপথ্যে রয়েছে আইপিএল।

তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবের সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। পাশাপাশি পেস বিভাগও শক্তিশালী ভারতের। মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সিরাজ। এর সঙ্গে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে এসবে চিন্তিত নন কামিন্স।

তিনি বলেন, আমরা জানি ভারতের বোলিং বিশ্ব সেরা। আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে সেটা ভেবে বসে থাকলে তো চলবে না। আমাদের কিছু পরিকল্পনা আছে। সেই অনুসারে খেললে জয় সম্ভব।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার কি প্যাট কামিন্সের দল ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নজির গড়তে পারবেন? নাকি প্রথম ম্যাচেই বাজিমাত করবে ভারত? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here