ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়াল পাকিস্তান

0
ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়াল পাকিস্তান

ভারতের নিবন্ধিত ও পরিচালিত সব ধরনের উড়োজাহাজ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা আরো এক মাসের জন্য বাড়িয়েছে ইসলামাবাদ। এই নিষেধাজ্ঞা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। খবর ডনের।
 
এই নিষেধাজ্ঞা ভারত থেকে আসা বা ভারতগামী বেসামরিক এবং সামরিক উভয় বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য, যা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে। প্রাথমিকভাবে, গত ২৩ এপ্রিল এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এরপর থেকে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে।
 
গত ২২ এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে নয়াদিল্লি গৃহীত পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।
 
এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গন্তব্যে পৌঁছানোর জন্য ভারতীয় বিমানগুলোকে বেশ দীর্ঘ রুট ঘুরে পাড়ি নিতে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here