জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে মানচিত্রের সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ ছয় মাস ধরে দেশটির কারাগারে বন্দি রয়েছেন কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ৭ জন জেলে। স্থানীয় প্রশাসন থেকে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হলেও কোনো সুফল মেলেনি। এবার সেই বন্দি জেলেদের ফিরিয়ে আনার রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনিয়ে এনসিপির পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান কেন্দ্রীয় কমিটির এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ গত রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব বরাবর সশরীরে হাজির হয়ে একটি লিখিত আবেদন জমা দেন। এছাড়াও এ বিষয়ে সার্বিক ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথীর সাথে একটি আলোচনা করে ফলপ্রসু একটি আশ্বাস মিলে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা, কুড়িগ্রামের জেলা সংগঠক গোলাম রসুল রনি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুদ্দোহা শাকিল।
এ ব্যাপারে ড. আতিক মুজাহিদ বলেন, ভারতের কারাগারে বন্দি কুড়িগ্রামের ৭ জেলেকে ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সাথে আমাদের একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি আমাদেরকে দ্রুত স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। আমরা আশা করি এ ব্যাপারে দ্রুতই একটি পজিটিভ সিদ্ধান্ত পাব ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর পথ ভুলে ভারতীয় জলসীমায় মাছ ধরতে গেলে ৭ জেলেকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে আটকের পর পরিবারের কাছে তারা ছিল একেবারে নিখোঁজ। সম্প্রতি ভারতের আমপাতি জেলার মাহিন্দগঞ্জ থানার তুরা মেঘালয় থানা এলাকার এক বাসিন্দার মাধ্যমে গোপনে পাঠানো এক চিঠিতে তাদের সন্ধান মেলে।