ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি বুধবার সকালে গোয়া থেকে ৮৯০ কিলোমিটার পশ্চিম দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ভারতের আবহাওয়া দপ্তর এক টুইটে জানিয়েছে, তীব্র ঘূর্ণিঝড় বিপর্যয় গোয়া থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হতে পারে।
বেসরকারি আবহাওয়ার পূর্ভাবাসদাতা সংস্থা স্কাইমেট ওয়েদার জানিয়েছে, ৮-৯ জুন নাগাদ মৌসুমি হাওয়া ভারতে মৃদুভাবে প্রবেশ করতে পারে।
সূত্র: এনডিটিভি