আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ভারতের ওয়ানডে দলে জায়গা পেলেন রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন বরুণ। গড় ছিল ১০ এর নিচে। পুরো সিরিজে তাকে খেলতে গলদঘর্ম হতে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের।
মূলত ম্যাচের যেকোনও পর্যায়ে তার উইকেট নেওয়ার সক্ষমতার কারণেই ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজের দলে নেওয়া হয়েছে তাকে। এখানে ভালো করলে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা পেতে পারেন বরুণ।
অবশ্য ওয়ানডে সিরিজে বরুণকে নিয়ে ভারতের এখন পাঁচজন স্পিনার আছেন। তারা হলেন- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও বরুণ। তাদের মধ্য থেকে চারজন জায়গা পাবেন চ্যাম্পিয়নস ট্রফির দলে।
এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন বরুণ। এ পর্যন্ত তিনি ২৩টি লিস্ট-‘এ’ ম্যাচ খেলেছেন। এবারের বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে।
চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে দুবাই যাওয়ার আগে ভারত আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের হাতে সুযোগ রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির দলে পরিবর্তন আনার।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আরশদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা (প্রথম দুটি ওয়ানডে), জাসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে) ও বরুণ চক্রবর্তী।