ভারতের আরও তিনটি রুটে বিআরটিসি বাস চালানোর সিদ্ধান্ত

0

বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও তিনটি আন্তর্জাতিক বাস সার্ভিস চালু করার কথা ভাবছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। সংস্থাটি ঢাকা-শিলিগুড়ি, চট্টগ্রাম-ঢাকা-কলকাতা ও কক্সবাজার-চট্টগ্রাম-আগরতলা রুটের সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছে বলে জানা গেছে। 

বর্তমানে শ্যামলী এনআর পরিবহন বিআরটিসির তত্ত্বাবধানে ঢাকা-কলকাতা, ঢাকা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বাস পরিচালনা করে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তিনি বলেন, পরিকল্পনাটি চূড়ান্ত করতে এবং বাস্তবায়নের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হবে। আশা করি এই নতুন রুটে বিআরটিসি বাস সার্ভিস ভালো হবে।

বর্তমানে শ্যামলী এনআর পরিবহন বিআরটিসির তত্ত্বাবধানে ঢাকা-কলকাতা, ঢাকা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বাস পরিচালনা করে। 

আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি বিআরটিসি দেশের ভেতরেও উদ্ভাবনী বাস সার্ভিস চালু করেছে। বিআরটিসিই প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস সার্ভিস চালু করে। গত বছরের ১৮ সেপ্টেম্বর মাত্র আটটি বাস নিয়ে এ রুটে সেবা চালু করে, এখন ১২ থেকে ১৪টি ডাবল-ডেকার বাস চলে।

এছাড়া ফার্মগেট থেকে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পর্যন্ত শাটল সার্ভিস এবং চট্টগ্রামে ‘স্মার্ট স্কুল বাস সার্ভিস’ও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বিআরটিসির অন্যান্য জনপ্রিয় সার্ভিসগুলোর মধ্যে আছে চট্টগ্রামের ডিসি পার্ক এবং কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে ছাদখোলা ট্যুরিস্ট বাস এবং কক্সবাজার রেলস্টেশনে আসা পর্যটকদের জন্য শাটল সার্ভিস।

বর্তমানে বিআরটিসি সারা দেশে বিভিন্ন রুটে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে প্রায় ১ হাজার ২৫৩টি বাস পরিচালনা করছে। ৪০০টি বৈদ্যুতিক এসি বাস, ৩৪০টি সিএনজিচালিত এসি বাস এবং ২০০টি ডিজেলচালিত এসি বাস যুক্ত করে যাত্রীদের ভ্রমণে স্বাচ্ছন্দ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বিআরটিসি চেয়ারম্যান জানান, গাড়ি ক্রয়ের জন্য ইতিমধ্যেই আদেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here