ভারতের আরও একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

0

ভারত-পাকিস্তানের মাঝে চলছে টানটান উত্তেজনা। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে হঠাৎ হামলার পর থেকেই পাল্টা আঘাতের আতঙ্কে ভুগছে দিল্লি। ৩১ জনের প্রাণ কেড়ে নেয়া ভারতের এই হামলার পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুংকার দিয়েছেন, প্রতি ফোঁটা রক্তের শোধ নেয়া হবে। পাকিস্তানের দাবি, কোনো রকম আন্তর্জাতিক আইনের তোয়াক্তা না করেই এই হামলা চালিয়েছে ভারত। তাই জাতিসংঘ সনদ অনুযায়ীই যোগ্য জবাব দেয়ার অধিকার রাখে পাকিস্তান। 

এই উত্তেজনার মাঝেই এলো নতুন খবর। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, পাঞ্জাবের শহরের এক পুলিশ কর্মকর্তা বলেছেন,  বৃহস্পতিবারও ভারতের আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার থেকে এ নিয়ে ভারতের দুইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্রটি ড্রোনগুলি কোথা থেকে এসেছে তা জানায়নি। তিনি বলেছেন, যে কর্মকর্তারা এই মেশিনগুলি সম্পর্কে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করছেন।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here