ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পিসিবি চেয়ারম্যান

0
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পিসিবি চেয়ারম্যান

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একতরফা জয়ে ভাসলেও, ভারতের বিরুদ্ধে উঠেছে আচরণগত প্রশ্ন। এশিয়া কাপে গতকাল রাতে (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তবে ম্যাচের ফলাফলের চেয়েও আলোচনায় এসেছে ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের আচরণ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি অভিযোগ করেছেন, ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে গেছেন, যা ‘খেলাধুলার চেতনার পরিপন্থী’।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নাকভি লেখেন, ‘আজকের খেলায় খেলোয়াড়সুলভ আচরণের অভাব দেখে ভীষণ হতাশ হয়েছি। খেলায় রাজনীতি টেনে আনা কখনোই গ্রহণযোগ্য নয়। আশা করি ভবিষ্যতে সব দল জয় উদযাপন করবে সৌজন্যের সঙ্গে।’

পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কাজে আসেনি। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।

২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান তুলতে সক্ষম হয় তারা। সাহিবজাদা ফারহান ৪০ রান করলেও ইনিংসটা ছিল ধীরগতির (৪৪ বল)। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি ১৬ বলে চারটি ছক্কায় ৩৩ রান করে দলের সম্মান কিছুটা রক্ষা করেন।

জবাবে ভারত শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলে। মাত্র ১৬ ওভারেই ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয় তারা। সূর্যকুমার যাদব ৪৭ রানে অপরাজিত থাকেন। অভিষেক ১৩ বলে ৩১ এবং তিলক ভার্মা ৩১ রান করে দলের জয় সহজ করে দেন।

ম্যাচ শেষে সূর্যকুমার যাদব ও শিভম দুবে ফিস্টবাম্প করে ড্রেসিংরুমে চলে যান। ডাগআউটে ভারতীয় সতীর্থদের সঙ্গে করমর্দন করলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোনো সৌজন্য বিনিময় হয়নি। একইভাবে পাকিস্তানিরাও নিজেদের মধ্যে করমর্দন সেরে মাঠ ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here