‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’

0
‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে পড়ে যাবে। নির্বাচন যদি বিলম্বিত হয়, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হবে। কোনো কোনো রাজনৈতিক দল আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে। নারী আসনে সরাসরি ভোটের কথা বলছেন। তাদের মাথায় কি আছে, আমি জানি না আল্লাহ জানেন। তারা পুরো পরিস্থিতি নিয়ে হ-য-ব-র-ল করার তালে আছে। তারা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। কারণ অনেক রাজনৈতিক দলের ৩শ’ আসনে মনোনয়ন দেওয়ার লোক নেই।

১৭ বছর পর সোমবার (৩০ জুন) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল মাঠে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শেখ সালাহউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী। বিশেষ বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান নাসির, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক সুশান্ত সরকার, সদস্য সচিব এমদাদ মোল্লা প্রমূখ। 
  
ড. আসাদুজ্জামান রিপন আরো বলেন, প্রতিবেশী দেশ ভারত নানা ভাবে দুর্বল করার জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে। ইতোমধ্যে সীমান্ত দিয়ে পণ্য আমদানি রফতানি করতে না পরে সেজন্য বাধা সৃষ্টি করছে। কারণ বাংলাদেশের সব দিয়ে দেওয়ার মতো বন্ধু রাষ্ট্র নেই। শেখ হাসিনা এক সময় বলতেন, ভারতকে এতকিছু দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। সারা জীবন মনে রাখার কারণে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত এখন আমাদের কাছে যা চায়, তা পায়না বলে এই বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে অশান্ত রাখার জন্য একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। 

১৭ বছর পর এ সম্মেলনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সাজসাজ রব বিরাজ করছিলো। বিভিন্ন সড়কে নির্মাণ করা হয় তোরণ। বৃষ্টি উপেক্ষা করে উৎসবের আমেজে হাজার-হাজার নেতা-কর্মী এ সম্মেলনে অংশ নেয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিবেশন করা হয়।  

সম্মেলনের দ্বিতীয় পর্বে শেখ সালাহউদ্দিন আহম্মেদকে সভাপতি ও মনিরুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া এমদাদ হোসেন মোল্লাকে সভাপতি ও জিহাদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here