ভারতেই নতুন ভেন্যুতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের প্রস্তাব আইসিসির?

0
ভারতেই নতুন ভেন্যুতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের প্রস্তাব আইসিসির?

ভারতে নতুন ভেন্যুতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত ভেন্যু পরিবর্তন করে ভারতের ভেতরেই অন্য দুটি শহরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা করছে সংস্থাটি।

ফিক্সচার অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা, মুম্বাইয়ে। তবে আইসিসি এখন চেন্নাই, থিরুভানান্তপুরামকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

ভারতের অন্য ভেন্যুতে খেলতে বাংলাদেশ সম্মতি দেবে কি না এ বিষয়ে ১০ জানুয়ারি সিলেটে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতের অন্য ভেন্যু তো ভারতেই।

বাংলাদেশের ম্যাচ ভারতে না রেখে শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে বিসিবি যে চিঠি আইসিসিতে পাঠিয়েছিল, সেটির জবাব আজকের মধ্যে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বুলবুল। তবে আইসিসি যদি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব নাকচ করে, সে ক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্ত কী হবে এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি বিসিবি সভাপতি।

তিনি বলেন, এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আইসিসির চিঠি না আসা পর্যন্ত।

এতে বোঝা যাচ্ছে, ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার বিষয়ে বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকলেও আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার পরই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ভেতরে নতুন ভেন্যুর প্রস্তাবের পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিও আইসিসির চিঠিতে উল্লেখ থাকবে। নিরাপত্তার উদাহরণ হিসেবে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের কথা তুলে ধরা হতে পারে।

রবিবার ভারতের বরোদায় নিউজিল্যান্ড, ভারত ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা সৈকত। তিনি যেহেতু নিরাপদে ভারতে দায়িত্ব পালন করছেন, সেই বিষয়টি উল্লেখ করে বাংলাদেশকে আশ্বস্ত করার চেষ্টা করবে আইসিসি। আসন্ন বিশ্বকাপে শরফুদ্দৌলা সৈকত, গাজী সোহেল ম্যাচ অফিসিয়াল হিসেবেও থাকছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ আশা করছে ভারতের সরকারি পর্যায় থেকে বাংলাদেশের সরকারের সঙ্গে নিরাপত্তা বিষয়ক উদ্বেগ নিয়ে আলোচনা হবে। যদিও এ বিষয়ে কোনো সরকারি আলোচনা হচ্ছে কি না জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, তিনি এমন কিছু শোনেননি।

তবে বিসিবি চিঠি পাঠানোর পর আইসিসির পক্ষ থেকে বিসিবির নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বুলবুল।

নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ রোববার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে ভারতের গণমাধ্যম জানিয়েছে। ভারত, নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচের ভেন্যুতেই এই আলোচনা হয়। সেখানে টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনা ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে বলে জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উদ্বেগ আমলে না নিয়ে টুর্নামেন্ট আয়োজন করলে আইসিসি আইনি জটিলতায় পড়তে পারে। কারণ বাংলাদেশ বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এর আগেও নিরাপত্তাজনিত কারণে একাধিক দল আইসিসি ইভেন্টে খেলতে নির্দিষ্ট দেশে যেতে অস্বীকৃতি জানিয়েছে। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলেনি। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ড যায়নি জিম্বাবুয়েতে, নিউজিল্যান্ড খেলেনি কেনিয়ায়। ২০১৬ সালে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আসেনি অস্ট্রেলিয়া।

সবশেষ ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই ভারতের ম্যাচ হয় দুবাইয়ে এবং আগামী বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

তবে ওই ঘটনাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট দলকে ম্যাচের পয়েন্ট হারাতে হয়েছে অথবা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়েছে।

এখন দেখার বিষয়, বাংলাদেশের উদ্বেগের প্রেক্ষিতে আইসিসি কোন পথে সমাধানে যায়।

সূত্র: বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here