ভারতীয় রীতিতে বিয়ে করে নেটিজেনদের তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী

0

পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ  গলফ খেলোয়াড় হামজা আমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক মাধ্যমে নিজেই বিয়ের ভিডিও শেয়ার করেছেন উশনা। যেখানে লাল লেহেঙ্গায় সেজে বিয়ের রীতি পালন করতে দেখা যাচ্ছে উশনা শাহ-হামজা আমিনকে।

বিয়েতে হামজা আমিন পরেছিলেন সাদা শেরওয়ানি। শুধু লাল লেহেঙ্গা পরে বিয়ে নয়, অনুষ্ঠানে নবদম্পতিকে গানের সঙ্গে নাচতেও দেখা গেছে। তারকা দম্পতির বিয়ের ভিডিও দেখে চটেছেন পাকিস্তানি নেটিজেনরা।

তবে  ট্রোলিংয়ের উত্তর দিতেও ছাড়েননি উশনা। 

নিজেকে মিসেস আমিন হিসেবে পরিচয় দিয়ে পাকিস্তানি অভিনেত্রী লিখেছেন, ‘যাদের আমার পোশাক নিয়ে আপত্তি রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের আমার বিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। এমনি আর লাল রঙের অর্থ তুলে ধরার জন্য টাকাও দেওয়া হয়নি। আমার বিয়ের গয়না, জোর সব কিছুই পাকিস্তানি। আর আমার হৃদয় অর্ধেক অস্ট্রেলিয়ান (এ কথা নিজের স্বামীর প্রতি ইঙ্গিত করে লিখেছেন উশনা, তার স্বামী হামজা আমিন অস্ট্রেলিয়ান নাগরিক)। আল্লাহ আমাদেরকে সুখী করুন। আমার বিয়েতে আমন্ত্রিত এবং আমন্ত্রিত নন, এমন সমস্ত ফটোগ্রাফারদেরই আমি সালাম জানাচ্ছি।’

উশনা শাহ সমালোচকদের জবাব দিলেও নেটিজেনরা তাকে আক্রমণ করতে ছাড়েননি। কেউ লিখেছেন, ‘পাকিস্তানিদের নিজস্ব সংস্কৃতি এবং ধর্ম রয়েছে। পাকিস্তানে ভারতীয় সংস্কৃতি আমদানি করার চেষ্টা বন্ধ করুন। আমরা মুসলিম এবং আমাদের ধর্ম আমাদের এসবের অনুমতি দেয় না। এ ধরনের জিনিস পরা এবং নেতিবাচকতা ছড়ানো বন্ধ করুন।’

আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘কেন পাকিস্তানি বধূরা এমন ভারতীয় স্টাইল অনুকরণ শুরু করেছেন? এটা আমাদের সংস্কৃতি নয়!’ আরেকজন লিখেছেন, তারা পাকিস্তানি সংস্কৃতির নামে ভারতীয় সংস্কৃতির প্রচার করে জনগণকে বোকা বানাচ্ছেন। এটি আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যগত মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধকেও নষ্ট করে। এটা আমাদের মেনে নেওয়া উচিত নয়।

এ ছাড়াও পাকিস্তানভিত্তিক মিডিয়া অ্যাকাউন্ট থেকে উশনার বিয়ের ভিডিও শেয়ার হওয়ায় সেটি মুছে ফেলারও আবেদন করা হয়েছে। আবার অনেকেই উশনার সমর্থনে মুখে খুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here