ভিসা জটিলতা কাটিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজমরা ভারতে পা দিলেও এখনো ক্ষোভ বিরাজ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। ভিসা ইস্যুতে পিসিবি আবারও আইসিসির কাছে নালিশ করেছে।
পাকিস্তানের অভিযোগ, তাদের দেশের সাংবাদিক ও সমর্থকদের ভিসা দিতে দেরি করছে ভারত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে হস্তক্ষেপের অনুরোধ করেছে তারা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের সাংবাদিকদের ভিসার অনুমতি দেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। তারা ছাড়পত্র দিলে তবেই ক্রিকেট বোর্ড অনুমতি দেবে। সমর্থকদের ক্ষেত্রেও কেন্দ্রের ছাড়পত্র দরকার। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তান তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু এখনও সাংবাদিক ও সমর্থকদের ভিসা দেওয়া হয়নি। এর থেকে খারাপ কিছু হতে পারে না। ভারতের উচিত, দ্রুত অনুমতি দেওয়া। এখন দেখার এই বিষয়ে আইসিসি কোনও পদক্ষেপ করে কি না।
সূত্র : আনন্দবাজার ও জিও নিউজ।