ভারতীয় ব্যাটিংয়ে ভয়াবহ দুর্দশা! রঞ্জি ট্রফিতেও ফ্লপ

0

অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার সিরিজ হেরে দেশে ফিরে ভারতীয় ক্রিকেটাররা রঞ্জি ট্রফিতে নামলেও, ব্যাটিংয়ে কোনো উন্নতির ছাপ দেখা যাচ্ছে না। বিশেষ করে, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পরাজয়ের পর বিসিসিআই জাতীয় দলের সকল ক্রিকেটারকে রঞ্জি ট্রফি খেলার নির্দেশ দেয়। ফর্ম ফিরাতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, ব্যাটসম্যানরা এখনও সংগ্রাম করছে।

জম্মু কাশ্মীরের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে রোহিত শর্মা দুই ইনিংসে মাত্র ৩ ও ২৮ রান করেছেন। জয়সোয়াল ৪ ও ২৬ রান করেছেন। রাহানে ১২ ও ১৬, আইয়ার ১১ ও ১৭ রান করে আউট হয়েছেন। শিবাম দুবে দুই ইনিংসেই ডাক খেয়েছেন। শুধু শার্দূল ঠাকুর ৫১ ও ১১৯ রান করে মুম্বাইকে একটু স্বস্তি দিয়েছেন।

দিল্লি ও সৌরাষ্ট্রের ম্যাচে ঋষভ পন্ত দুই ইনিংসে ১ ও ১৭ রান করেছেন। একমাত্র ইনিংসে রবীন্দ্র জাদেজা করেছেন ৩৮ রান। অন্ধ্র পরদেশের হয়ে একমাত্র ইনিংসে ৬ রান করেছেন হনুমা বিহারি। পাঞ্জাবের হয়ে প্রথম ইনিংসে ৪ রান করা শুবমান গিল দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে অপরাজিত ছিলেন।

সাবেক ওপেনার আকাশ চোপড়া মুম্বাইয়ের এমন ধসে বেশ বিস্মিত। তিনি বলেন, “আমার বাসার খুব কাছেই ম্যাচটা হচ্ছে। মুম্বাই ও জম্মু-কাশ্মীর ম্যাচের কথা বলছি। যখন রেকর্ড করছিলাম, মুম্বাই ধুঁকছিল। কীভাবে? এই দলে রোহিত শর্মা, জয়সোয়াল, রাহানে, আইয়ার, দুবে এবং ঠাকুর আছে। ওরা তো পরাশক্তি আর জম্মু-কাশ্মীর ওদের দুই ইনিংসেই কাঁপিয়ে দিয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here