কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ তিনজনকে গ্রেফতার ও একটি বাস জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল ৬টায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাস আটক করে। পরে বাসটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ২৩০ কেজি ভারতীয় চিপস, ৫৯৯ কেজি ভারতীয় কাজু বাদাম, ২১৬০ কেজি ভারতীয় কাঁচা সুপারি, ১৯২ কেজি বিশেষ ধরনের ভারতীয় কাউনের চাল, ১৩৫ কেজি লেবু, ১৪ কেজি ভারতীয় AZTEC ফ্রুটস, ১৪০ কেজি ভারতীয় চিনি, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা।
র্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান গ্রেফতার তিনজনকে চোরাকারবারি চক্রের সদস্য হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় বিভিন্ন পণ্য এনে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় নিয়মিত মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।