ভারতীয় জেলেকে শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলি, ভারতের প্রতিবাদ

0

জাফনা সাগরে ভারতীয় জেলেরা সমুদ্রসীমা অতিক্রম করে অবৈধভাবে মাছ ধরার সময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এতে কয়েকজন ভারতীয় জেলে আহত হয়েছেন। এ ঘটনায় শ্রীলঙ্কার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক সমুদ্রসীমা পেরোনোর অভিযোগে শ্রীলঙ্কা নৌবাহিনীর হাতে গ্রেফতার হওয়া ১৩ জন জেলের মধ্যে আহত দুই জেলে রয়েছেন। তারা পালানোর চেষ্টা করার সময় গুলিতে আহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এ ঘটনায় নয়া দিল্লিতে অবস্থানরত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে। তার কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, কলম্বোতে ভারতের হাই কমিশনও শ্রীলঙ্কা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মাছধরা ওই নৌযানে মোট ১৩ জন জেলে ছিলেন। তার মধ্যে দু’জন ‘মারাত্মক আহত’ হয়েছেন। বর্তমানে তারা জাফনা টিচিং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনজনে জেলে অল্প আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here