ভারতীয় কর্মীদের ভিসায় কঠোরতা আনলো সৌদি আরব

0

সৌদি আরব ভারতীয় কর্মীদের জন্য ভিসা নীতিতে কঠোরতা এনেছে। এখন থেকে সৌদিতে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক ভারতীয়দের পেশাগত যোগ্যতা ও শিক্ষাগত দক্ষতা প্রমাণের জন্য প্রাক-যাচাই প্রক্রিয়া অতিক্রম করতে হবে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নিয়ম মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে কাজের ভিসা পেতে পেশাগত দক্ষতার প্রমাণ দেখানো আবশ্যক। যেসব ভারতীয় কর্মী সৌদি আরবে যেতে চান, তাদেরকে ভিসার জন্য আবেদন করার আগে নিজেদের পেশাগত দক্ষতা যাচাই করাতে হবে।  

ছয় মাস আগে প্রস্তাবিত এই নতুন নীতি মূলত সৌদিতে ভারতীয় কর্মীদের সংখ্যা কমানোর লক্ষ্যেই গৃহীত। জানা গেছে, অনেক ভারতীয় কর্মী প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই সৌদিতে কাজ করতে যান, যা দেশটির জন্য দীর্ঘমেয়াদে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

ভিশন ২০৩০-এর আওতায় সৌদি আরব দক্ষ কর্মী আনার ওপর জোর দিচ্ছে। তাদের লক্ষ্য, দক্ষ কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় উন্নতি আনা এবং কাজের মান নিশ্চিত করা।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী কর্মী রয়েছে বাংলাদেশের—প্রায় ২৭ লাখ। ভারতের অবস্থান দ্বিতীয়, যেখানে প্রায় ২৪ লাখ ভারতীয় প্রবাসী রয়েছেন। এর মধ্যে ১৭ লাখ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, আর বাকিরা গৃহকর্মে নিযুক্ত।  

সৌদি আরবের নতুন এই নীতিমালা তাদের ভিশন ২০৩০-এর অংশ। এর মাধ্যমে তারা নিজেদের শ্রমবাজারে আরও দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী আনার পরিকল্পনা করছে। প্রক্রিয়াটি শুরু হয়েছে ভারতীয়দের ওপর কঠোরতা আরোপের মাধ্যমে, যা ভবিষ্যতে অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।  

সৌদি কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই পরিবর্তনের ফলে দেশটিতে ভালো মানের কর্মী নিয়োগ সম্ভব হবে এবং শ্রমবাজারে উন্নয়ন ঘটবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here