ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বৃদ্ধি করা হয়েছে। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, নতুন ঘোষণা অনুযায়ী নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত।
জানা গেছে, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ডিসেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে এর এক সপ্তাহ আগেই বর্ধিতকরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ভারতীয়-নিবন্ধিত উড়োজাহাজের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে ভারতীয় উড়োজাহাজ সংস্থাগুলোর মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সমস্ত উড়োজাহাজ এবং ভারতীয় সামরিক ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে।
চলতি বছরের এপ্রিলের শেষের দিকে অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তান একে অপরের উড়োজাহাজ সংস্থার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

