পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ভারতীয় ক্রিকেটারদের আচরণকে অখেলোয়াড়সুলভ আখ্যা দিয়েছেন। এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতীয়দের। শাহিন জানিয়েছেন, এই আচরণের জবাব তারা মাঠে দিবে।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে গিয়েছিলেন শাহিন। তবে ইনজুরির কারণে দেশে ফিরে আসতে হয় তাকে। এই চোট নিয়ে বিশ্বকাপে খেলার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, শাহিন সেরে উঠেছেন এবং খুব শিগগিরই অনুশীলনে যোগ দেবেন।
দেশে ফেরার পর সাংবাদিকদের সামনে শাহিন বলেন, ‘সীমান্তের ওপারের মানুষেরা স্পোর্টসম্যানশিপ নষ্ট করেছে। আমরা এর জবাব মাঠেই দেব। আপাতত আমাদের কাজ হলো নিজেদের লক্ষ্যে অটুট থাকা এবং ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া।’
পাকিস্তান দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে। তবে শাহিন এই সফরে অংশ নেননি; তিনি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

