ভারতকে রুখে ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল হামজারা, শীর্ষে মেসির আর্জেন্টিনা

0

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর ফিফা র‍্যাঙ্কিংয়েও সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী হামজার বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।

২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল। তখন এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে উঠে আসে দলটি। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ১৮৩ নম্বরেই ছিল, তবে এরপর কিছুটা পিছিয়ে পড়ে।

গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত ফিফা মোট আটবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। এই সময়ে বাংলাদেশ বেশিরভাগ সময় ১৮৪ কিংবা ১৮৫ নম্বরে ছিল। তবে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫, যা দলকে আবারও ১৮৩তম স্থানে তুলে এনেছে। বর্তমানে বাংলাদেশের মোট পয়েন্ট ৯০৪.১৬, যেখানে ৯০৬.৮ পয়েন্ট নিয়ে ঠিক ওপরে রয়েছে ভুটান।

বাংলাদেশের র‍্যাঙ্কিং অগ্রগতির দিনে এক ধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীদের দল এখন রয়েছে ১২৭ নম্বরে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, যেখানে তারা এশিয়ান কাপ বাছাইয়ে ১৬১ নম্বরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে। সিঙ্গাপুরও এক ধাপ পিছিয়ে ১৬০ থেকে ১৬১তম স্থানে নেমে গেছে।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর ফলে তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৯১।

আর্জেন্টিনার পরে আছে স্পেন, যারা ফ্রান্সকে তিনে ঠেলে দিয়ে দুই নম্বরে উঠে এসেছে। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে, আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পঞ্চম স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here