ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান

0
ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান

পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ব্রহ্মস আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে— ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। 

তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, “উসকানি পেলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না।”

শনিবার অ্যাবোটাবাদের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির (পিএমএ) ক্যাডেটদের উদ্দেশে বক্তব্যে আসিম মুনির বলেন, “পারমাণবিক অস্ত্রময় পরিবেশে যুদ্ধের কোনও জায়গা নেই। তবে আমাদের ওপর হামলা হলে পাকিস্তান উসকানিদাতাদের প্রত্যাশার চেয়েও শক্ত প্রতিক্রিয়া দেখাবে।”

তিনি আরও জানান, ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ দায়ভার তাদেরই বহন করতে হবে, কারণ তা পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। 

মুনির বলেন, “আমরা কারও হুমকিতে ভয় পাই না, শক্তি প্রয়োগে আমরা কখনও পিছু হটি না। সামান্য উসকানিতেও আমরা সিদ্ধান্তমূলক ও অনুপাতের বেশি জবাব দেব।”

তিনি অভিযোগ করেন যে, ভারত কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং মূল সংকট নিরসনের পরিবর্তে ভারত সংঘাতমুখী অবস্থান নিচ্ছে।

দুই মাসে এ নিয়ে দ্বিতীয়বার পারমাণবিক হুমকি দিলেন মুনির। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাকিস্তানি প্রবাসীদের এক সমাবেশে তিনি বলেছিলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের ধ্বংস করতে কেউ আসে, আমরা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হব।”

ভারতীয় সূত্র জানায়, “পাকিস্তান এমন একটি দেশ, যেখানে সেনাবাহিনীর হাতে পারমাণবিক বোতাম। এ কারণে পুরো অঞ্চলই নিরাপত্তা ঝুঁকিতে।”

সূত্রটি আরও দাবি করেছে, পাকিস্তান তার সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আড়াল করতে পারমাণবিক অস্ত্রকে ভয় দেখানোর কৌশল ব্যবহার করে।

শনিবারের ভাষণে মুনির আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “নতুন করে সংঘাত শুরু হলে পাকিস্তানের প্রতিক্রিয়া ভারতের ধারণার বাইরে যাবে। আমাদের অস্ত্রের ধ্বংসক্ষমতা ভারতের ভৌগোলিক নিরাপত্তার ধারণাকে ভেঙে দেবে।” সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ডন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here