ভারতকে অন্যায়ভাবে সুবিধা দিচ্ছে আইসিসি: প্যাট কামিন্স

0

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি অন্যায়ভাবে ভারতকে সুবিধা দিচ্ছে হচ্ছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। হাইব্রিড মডেলের অজুহাতে ভারত সবগুলো ম্যাচ খেলছে দুবাই। এর ফলে রোহিতরা বাড়তি সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেন কামিন্স।

বিসিসিআইর মন রক্ষা করতে আইসিসির একচোখা নীতি বহু পুরোনো। যা থেমে নেই চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচের আগে কোহলিদের সেন্টার উইকেটে অনুশীলন করার সুবিধা দিয়েছে আইসিসি। অথচ শান্তদের উইকেট দেখারও সুযোগ হয়নি। মাঠে অনুশীলন করা তো বহু দূরের কথা।

এই অনিয়ম নিয়ে বাংলাদেশের পক্ষে প্রতিবাদ জানানো সম্ভব না হলেও চুপ থাকেনি অস্ট্রেলিয়া। অন্যায়ভাবে আইসিসি যে ভারতকে সুবিধা দিয়েছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।
 
হাইব্রিড মডেলের অজুহাতে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত। যেখানে ‘এ’ গ্রুপের বাকি দলগুলো পাকিস্তান ইউএই জার্নি করছে সেখানে সাহেব বাবুদের মধ্যপ্রাচ্যে আরাম আয়েশের সুযোগ করে দিয়েছে আইসিসি। ভেন্যু হিসেবেও এমন একটা মাঠ নির্বাচন করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে কখনোই ওয়ানডে ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া।

এ বিষয়ে প্যাট কামিন্স বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলো হয়তো মাঠে চলছে। কিন্তু অবশ্যই ভারতকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। তাদের খুবই শক্তিশালী দেখাচ্ছে। এই সুযোগ আসলে করে দেয়া হয়েছে ভারতকে একই মাঠে খেলার সুবিধা দিয়ে। এটা আইসিসির অন্যায় সিদ্ধান্ত।’

এর আগে টি-২০ বিশ্বকাপেও আইসিসির কাছ থেকে নানা সুবিধা পেয়েছিল ভারত। যার ওপর ভর করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায় টিম ইন্ডিয়া। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here