ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদ উত্তেজনা। ক্রিকেটাররাও থাকেন বিশেষ চাপে। আর সেই চাপটা কেমন, কী করে সামলাবেন সে নিয়ে বিস্তর আলাপ দুই দলের ক্রিকেটারদের গণমাধ্যমের সাথে করতে হয়।
আগামীকাল শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে টানা জয় পেয়েছে উভয় দেশ।
ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড একদমই ভালো নয়। ১৯৯২ সালের আসরে দুই দলের প্রথম সাক্ষাৎ থেকে এখন পর্যন্ত সাত ম্যাচের সব কয়টি জিতেছে ভারত। গত দুই আসরে তো তেমন লড়াইও করতে পারেনি পাকিস্তান। তবে হাসান আলি বলেছেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আমরাও ৫০ ওভারের বিশ্বকাপে ভারতকে না হারাতে পারার এই ধারা ভাঙার জন্য উন্মুখ।