পাবনার ভাঙ্গুড়ায় গার্মেন্টস দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের ভাঙ্গুড়া বাজার কিংস প্লাজায় এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
জানা যায়, ফ্রেন্ডস ফ্যাশন নামে কাপড়ের দোকানটি দুলাল কুমার দাসের ভাতিজা মিলন কুমার দাস ওরফে পিন্টু পরিচালনা করেন। সোমবার রাত ২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। ৩টার দিকে বাজারে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীরা দোকানের ভেতরে ধোঁয়া দেখলে পিন্টুকে খবর দেন।
দুলাল কুমার দাস বলেন, আগুনে দোকানের সব পোশাক পুড়ে গেছে। সারা দিনে বিক্রির টাকা ছিল। সেগুলো পুড়ে গেছে। লোন তুলে ব্যবসাটা দাঁড় করানো হয়েছিল। এখন কিভাবে ব্যবসাটা দাঁড় করাব জানি না।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, পুলিশ ও জনগণ দীর্ঘক্ষণ চেষ্টার পরে আগুন নিভিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আসে। তাদের সঙ্গে কথা বলে আগুনের সূত্রপাতের বিষয়টি জানার চেষ্টা করছি।