ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভুইয়া, ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল।