ভাঙ্গায় সালিশ চলাকালে সংঘর্ষ, আহত ২০

0

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সালিস চলাকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজিমনগর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে একই এলাকার ফারুক ফকিরের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার সকালে সালিসের মাধ্যমে জমির পরিমাপ শুরু হলে সীমানা নির্ধারণে ফিতা ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ সালিসবর্গের সামনেই দেশীয় অস্ত্র (ঢাল, সরকি, টেটা ও ইট-পাটকেল) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গুরুতর আহত ফরহাদ মাতুব্বর (২৭), জাহাঙ্গীর মাতুব্বর (৬০) ও মাফিয়া বেগম (৪৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, জমির মাপ নিয়ে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here