ফরিদপুরের ভাঙ্গা থানার দুটি মাদক মামলায় ২ ও ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার সাহাকে (৪৫) সিলেট শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রদীপ কুমার সাহা ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২০১৩ সালের পর থেকে পলাতক ছিলেন।
বুধবার তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। মঙ্গলবার সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ২০০৮ ও ২০১৩ সালে পৃথক দুটি মাদক মামলা হয় প্রদীপ কুমার সাহার বিরুদ্ধে। ওই দুই মাদক মামলায় তার যথাক্রমে ২ ও ৫ বছর করে সাজা হয়।