ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের গোল চত্ত্বরে বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছে। আজ বেলা তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, ভাঙ্গা গোল চত্ত্বর এলাকায় দুই পথচারী ঢাকা যাবার উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে ছিল। এসময় ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাহফুজুর রহমান। তার বাড়ী মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে। অপরজনের পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় ঘাতকবাসটি আটক করতে পারেনি পুলিশ। রিহত দুইজনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।