ভাঙ্গায় ভ্যানের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু

0

ভাঙ্গায় নিজের ভ্যানের নিচে চাপা পড়ে জামির ফকির (৪৭) নামক এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাসিন্দা। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে তার মৃত্যু হয়। 

নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুন্সী মনিরুজ্জামান বলেন, কাঁচামাল ব্যবসায়ী জামির ফকির শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে কাঁচামাল বোঝাই করে ভ্যান চালিয়ে ভাঙ্গা উপজেলা শহরের বাজারে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ঢাকা – ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদি ফ্লাইওভারের নিচে পৌঁছালে ভ্যানের চাকা ফেটে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here