ভাঙ্গায় বেগম রোকেয়ার স্মরণে আলোচনা সভা

0
ভাঙ্গায় বেগম রোকেয়ার স্মরণে আলোচনা সভা

মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ভাঙ্গা শাখার উদ্যোগে ভাঙ্গা কোর্টপাড়া ওরিয়েন্ট লাইব্রেরিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জোন ইনচার্জ মাহমুদা হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালি, ভাঙ্গা কে এম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বিপ্লব কুমার মিত্র, সিপিবি ভাঙ্গা উপজেলা কমিটির সদস্য সুভাষ মন্ডল, নারী সংগঠক স্বপ্না বালা এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক সজল বাড়ৈ। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফরিদপুর জেলা কমিটির অর্থ সম্পাদক মিফতি ইসলাম।

বক্তারা বলেন, শত বছর আগে বেগম রোকেয়া যে শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা আজও আমাদের পাথেয়। সেই সময়ের পিছিয়ে পড়া নারীদের গৃহবন্দী অবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি এবং পুরুষের সমান হয়ে সমাজকে এগিয়ে নিতে নারীদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

তারা আরও বলেন, আজও নারীরা পিছিয়ে থাকার মূল কারণ হলো তাদের পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। সেই প্রতিবন্ধকতা ভেঙে নারীদের এগিয়ে আসতে হবে। উচ্চশিক্ষিত নারীরাও এখনও বৈষম্য, বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এসবের বিরুদ্ধে নারী-পুরুষকে সমানতালে লড়াই করতে হবে। এজন্য বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here