ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

0
ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

ভাঙ্গা থানা পুলিশ নিখোঁজের তিন দিন পর পিয়াস শেখ (১৮) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে। পিয়াস শেখ ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি মহল্লার ফেরদাউস শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পিয়াস শেখ গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন এবং এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের অভিযোগ ও স্থানীয়দের সতর্কতায় পুলিশ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ভাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ডের চন্ডিদাসদি মহল্লার আকরাম শেখের পরিত্যক্ত টিনের ঘর থেকে লাশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ শেখ জানান, “এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, লাশটি টিনের ছাপড়া ঘরের একপাশের বাঁশের ধর্নার সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয়রা ঘরের দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন।

ভাঙ্গা থানার কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here