ভাঙ্গায় নারীর লাশ উদ্ধার

0

ভাঙ্গায় পুকুর থেকে অজ্ঞাত নারী (৫০) এর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের খালাসি বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটার দিকে এলাকার লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি দেখতে এলাকার কয়েকশত লোক পুকুর পাড়ে ভিড় জমায়। তবে কেউ ওই নারীকে চিনতে পারিনি। 

চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেক মোল্লা বলেন, সকালে ওই গ্রামের লোকজন আমাকে জানায়। এরপর আমি বিষয়টি ভাঙ্গা থানাকে অবগত করি। পুলিশ লাশটি উদ্ধার করেছে। কিন্তু এলাকার লোকজন লাশ চিনতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here