ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌকিঘাটা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে চৌকিঘাটা গ্রামে ছিদ্দিক মাতুব্বর ও মজিবর শেখের সাথে আগে থেকেই বিরোধ ছিল। গত ২/৩ মাস আগের নারীঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে চৌকিঘাটা হাটের পাশে সড়কে ছিদ্দিক মাতুব্বরের পক্ষের আহাদ মাতুব্বর (২৫) ও মজিবর শেখের পক্ষের সাইফুল শেখ (২৮)-এর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর দেড় ঘণ্টা পর দুই পক্ষ ঢাল, সড়কি, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) প্রদ্যুৎ সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।