ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সাঈদ শেখ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে ভাঙ্গা রেলওয়ে জংশনের ব্রিজ সংলগ্ন রেললাইনে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে সে মারা যায়।
নিহত সাঈদ শেখ ভাঙ্গা পৌরসভার আতাদী চরকান্দা মহল্লার মিরাজ শেখের ছেলে।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকিব আকন্দ জানান, সাঈদ শেখ নামে একজন কিশোরের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

