ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত

0

ফরিদপুরের ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস এ দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে পদ্মাসেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল চলাচল আপাতত বন্ধ হয়ে পড়েছে। 

ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা রেলওয়ে জংশন স্টেশনে এলে রেলের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। শুক্রবার রাত ৯.১০ মিনিটে আউটারে (ভাঙ্গা স্টেশন থেকে ছাড়ার পরে) লাইনচ্যুত হয় ট্রেনটি। 

ট্রেনের সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুটি এক লাইন হতে অন্য লাইনের ওপর চলে যায়। দুর্ঘটনার কারণে আপাতত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খায়রুজ্জামান সিকদার জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়াতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুলনা ও পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন আসছে ঘটনাস্থলে। দুর্ঘটনায় ট্রেনের যাত্রীরা নিরাপদে আছে এবং কেউ আহত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here