ভাঙ্গায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

0

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১২ তম মৃত্যুবার্ষিকী তার জন্মস্থান ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১৩ আগষ্ট) বিকাল পৌনে পাঁচটার দিকে ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক মাসুদ ফাউন্ডেশন ও ভাঙ্গা নাগরিক সমাজ। এ সময় উপস্থিত ছিলেন তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ। 

এরপর বিকাল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে তারেক মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি ও ভাঙ্গা কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার, মাদারীপুরের শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল আশরাফ, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, ভাঙ্গা মহিলা কলেজের শিক্ষক দিলীপ দাস, লেখক শারমিন রহমান, সাংবাদিক অজয় দাস, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুবাস মণ্ডল প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here