ভাঙ্গায় গাড়ি চাপায় ভ্যানযাত্রী আখতার মোল্লা (৩৫) নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আখতার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের তোতা মোল্লার ছেলে। এ ঘটনায় ভ্যান চালক বদিয়ার মিয়া (৪৫) আহত হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানে করে ভাঙ্গা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলো আখতার। রাত ৩ টার দিকে কৈডুবি সদরদী এলাকায় স্পীড বেকার পার হাওয়ার সময় ভ্যান থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।