ফরিদপুরের ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার বিকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার নদীর স্রোতে একটি লাশ ভেসে আসে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার ঘাটে। পরবর্তীতে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ আড়িয়াল খাঁ নদ থেকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল বলে জানান ওসি।