পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লং মার্চে ভাঙচুরের দুটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদের এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
২০২২ সালের ২৭ মে ইসলামাবাদ পুলিশ রাজধানীতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে তৎকালীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং আসাদ উমর, আসাদ কায়সারসহ অন্যান্য দলীয় নেতাসহ ১৫০ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে এই রায়কে ইমরান খানের জন্য ‘স্বস্তিদায়ক’ বলে বর্ণনা করা হয়েছে।