ভাগ্য দোষে বড় শিরোপা জিততে পারছে না ভারত, মনে করেন গাভাস্কার

0

অনেকদিন ধরেই আইসিসির উল্লেখযোগ্য কোনো শিরোপা জিততে পারেনি ভারত। এই ব্যর্থতার দায়েই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে। রোহিতের অধীনে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি ভারত। ভালো দল নিয়ে কেনো ভালো ফল করতে পারছে না ভারত, আসন্ন বিশ্বকাপ সামনে রেখেই ফের জোরালো হচ্ছে সেই প্রশ্নটা।

ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার মনে করেন ভাগ্যের কাছেই মার খাচ্ছে ভারত। ভাগ্যই ভারতকে বড় শিরোপা জিততে দিচ্ছে না। 

চারটি বিশ্বকাপে খেলা গাভাস্কার, ‘এমএসডির (২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপজয়ী) দলের দিকে তাকালে দেখবেন- সুরেশ রায়না, যুবরাজ সিং, শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগরা বোলিং করতে পারত। এটা বাড়তি পাওয়া ছিল। ফলে যে দলের অলরাউন্ডার আছে, তারা এগিয়ে থাকবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here