ভাগ্যই যেন শিরোপা তুলে দিল বায়ার্নের হাতে

0

শিরোপা হাতছাড়া হয়েই গিয়েছিল বলা যায়। কারণ বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে বুন্ডেসলিগা শিরোপার খুব নিকটে পৌঁছে গিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে মেইঞ্জের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেত তারা। 

তবে ডর্টমুন্ডের জেতা হয়নি। সমতায় এবারের মৌসুম শেষ করেছে তারা। ফল স্বরূপ মাঝ বরাবর ঝুলে থাকা বায়ার্ন মিউনিখ পেল শিরোপার দেখা। ভাগ্য যেনো তাদের হয়ে লিখে গেল বাকি গল্পটা। 

গত সপ্তাহে আরবি লাইপজিগের কাছে হেরে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেয়েছিল বায়ার্ন। ডর্টমুন্ড জিতে তাদের ২ পয়েন্ট পেছনে ফেলেছিল। মেইঞ্জকে হারিয়ে বায়ার্নের ১০ বছরের একচ্ছত্র আধিপত্য ভেঙে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু পারলো না। ডর্টমুন্ডের আশা ভেঙে মেইঞ্জ বায়ার্নকে তুলে দিলো শিরোপা। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here