ভাই-বোনদের সঙ্গে ঢাকায় ঈদ করব

0

ঈদ মোবারক। দেশ এবং বিদেশে যারা আছেন আমার ভালবাসার মানুষ-সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ কাটুক আনন্দে, ঈদ কাটুক খুশিতে। যেহেতু এবার ঈদে আমি পিরোজপুর যাচ্ছি না, কারণ মা-বাবা এখন কেউ বেঁচে নেই। তাই ঢাকাতেই তিন ভাই ও এক বোন এবং তাদের ছেলেমেয়েদের সঙ্গে ঈদ করব। 

এছাড়া ঈদের পর সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করার ইচ্ছা রয়েছে। আর ঈদের দিন আমার সাধারণত রান্না করা হয় না, কারণ আমি রান্না তেমন একটা পারি না। তবে ঈদে আমার বোনের রান্না অনেক বেশি পছন্দের। আর ঈদের দিন থেকে মুক্তি পাওয়া সবগুলো সিনেমায় একে একে দেখার ইচ্ছা রয়েছে। সাধারণত আমি ছোটবেলা থেকেই ঈদের দিন সিনেমা দেখতে ভালোবাসি। 

-জায়েদ খান

চলচ্চিত্র অভিনেতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here