ভাইরাসের প্রাদুর্ভাব, দেশে দেশে সতর্কতা

0
ভাইরাসের প্রাদুর্ভাব, দেশে দেশে সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। এর ফলে এশিয়ার বিভিন্ন দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস শনাক্তে কিছু দেশ বিমানবন্দরে স্ক্রিনিং (স্বাস্থ্য পরীক্ষা) জোরদার করেছে।

পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট যায়-এমন তিনটি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে থাইল্যান্ড। নেপালও কাঠমান্ডু বিমানবন্দর ও ভারতের সঙ্গে থাকা স্থল সীমান্তগুলোতে আগত যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে।

চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী এ ভাইরাসে আক্রান্ত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। এতে মৃত্যুর হার অনেক বেশি-৪০ থেকে ৭৫ শতাংশ। কারণ, এর কোনো টিকা বা ওষুধ নেই।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এর প্রকোপ বেশি দেখা গেছে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০০ জনের বেশি মানুষ মারা গেছেন। ভারতে এই ভাইরাস আগেও শনাক্ত হয়েছে। ২০০১ ও ২০০৭ সালে পশ্চিমবঙ্গে এর প্রাদুর্ভাবের খবর পাওয়া গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here