ভয়াবহ দাবানলের জেরে পেছাতে পারে গ্র্যামি’র আসর

0

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ছড়িয়ে পড়া দাবানলের আগুনের ঘটনায় সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর বসছে।সেখানে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় এবং ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়ায় এই পুরস্কার অনুষ্ঠান আদৌ আয়োজন করা সম্ভব কী না তা নিয়ে সংশয়ে পড়েছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠান পেছানোর কোনো আনুষ্ঠাকিক ঘোষণা না আসলেও কর্তৃপক্ষের তরফ থেকে বলা বলেছে, অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা খুবই কম। আয়োজক কর্তৃপক্ষ এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি তহবিল গঠনের কথাও ভাবছে। যুক্তরাষ্ট্রের জ্যাজ ড্রামার, রেকর্ড প্রডিউসার হার্ভে মেসন বলেছেন, আগামী দশদিনের পরিস্থিতির উপরে গ্র্যামি আয়োজনের বিষয়টি নির্ভর করছে।

এই অনুষ্ঠান আয়োজনের সঙ্গে বহু বিষয় জড়িত আছে। যেমন অংশগ্রহণকারী শিল্পী ও তাদের দলের সদস্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদেরও থাকার জন্য লস অ্যাঞ্জেলেসে হোটেলের প্রয়োজন হয়। কেবল আবাসন সংকট নয়, শিল্পীদের বাদ্যযন্ত্রগুলো নিরাপদে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান পরিস্থিতিতে এই বিষয়গুলা সুরাহা করে ওঠা কঠিন হয়ে উঠতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস শহরের বড় দুইটি দাবানলের প্রান্তগুলো নিয়ন্ত্রণে রাখতে দমকলকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে পর্যন্ত পুড়েছে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা। হাজার হাজার ঘরবাড়ি, স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি এই দুর্যোগের কারণে এক লাখ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা। অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, বেন অ্যাফ্লেক এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টালসহ বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে।

স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডসহ আরও কিছু পুরস্কার অনুষ্ঠানও। পেছাতে পারে সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে।

তথ্য সূত্র- দ্য হলিউড রিপোর্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here